বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোটা আন্দোলনে হামলার শিকার ছয় সাংবাদিক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বৃহস্পতি ও শুক্রবারের কোটা সংস্কার আন্দোলনের সময় কমপক্ষে ছয়জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। ভেঙে ফেলা হয়েছে ভিডিও ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ কালে সময় টেলিভিশনের চিত্রসাংবাদিক শাহাদাত আকন আহন হন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান মোল্লা এবং নাগরিক টেলিভিশনের প্রতিনিধি রাকিব হাসানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে দুষ্কৃতকারীরা। একই দিনে ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান ইসমাইল হোসেন, সোনালী বার্তার মাদারীপুর প্রতিনিধি আহসান লিমনকেও লাঞ্ছিত করা হয়। শুক্রবার বিকালে সদর উপজেলার মস্তফাপুরে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল রিজভীর ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন, মেমোরিকার্ড ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। মাদারীপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা বলেন, ‘আমরা পেশাগত দায়িত্ব পালন করছিলাম। আমরা তো কারও প্রতিপক্ষ না। আমরা শুধু শুধু হামলার শিকার হচ্ছি।’ মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হোসেন বলেন, ‘সাংবাদিকরা হামলা শিকার হচ্ছেন এটা খুবই দুঃখজনক।’ মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, ‘হামলার শিকার সাংবাদিকরা মামলা করলে মামলা নেওয়া হবে।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর