বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নৈরাজ্য দেশকে থামিয়ে দিতে পারবে না

নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য বাংলাদেশকে থামিয়ে দিতে পারবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের যে সড়ক, উন্নয়নের যে অভিযাত্রা, সেই জায়গায় আবার নিয়ে যাব। গতকাল রাজধানীর সদরঘাট টার্মিনাল ভবনে ঘাট ও নৌ-কর্মীদের খাবার ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, একটি অনাকাক্সিক্ষত ঘটনা ও ছাত্রদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে আমাদের এই অগ্রসরমান বাংলাদেশ, উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে যখন আমরা খ্যাতি অর্জন করেছি, সেই বাংলাদেশের উন্নয়নকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, ধ্বংসপ্রাপ্ত করা হলো। তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মাণ করে আমরা সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে খাটো করার অপপ্রচেষ্টা করা হলো। আমাদের স্বপ্নের যে মেট্রোরেল সেখানে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো? পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যে টোলপ্লাজা ছিল, সেই টোলপ্লাজা ক্ষতিগ্রস্তের চেষ্টা করা হয়েছে। সেটা পারেনি- কিন্তু সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে।

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০০ ঘাট ও নৌ-কর্মীর মধ্যে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর