বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা
হলমার্ক কেলেঙ্কারি

ব্যাংকার হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

হলমার্ক কেলেঙ্কারির অন্যতম সহযোগী সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবীর ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। দুদক সূত্র জানায়, গত বছরের ১৪ মার্চ হুমায়ুন কবীরের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা হয়েছিল। দুদক উপ-পরিচালক ফারুক আহমেদের করা মামলায় ৪৯ লাখ ৩৬ হাজার টাকা অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছিল। তদন্তে অবৈধ সম্পদের পাশাপাশি তার স্ত্রী মিসেস আয়েশা বেগম রিতাকেও সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৪ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এর বাইরে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৯ লাখ ১৪ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সম্পদ অর্জনে সহায়তা করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় রিতাকে সহযোগী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবীরকে প্রধান আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং দন্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর