শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বন্দর কার্যক্রম গতিশীল রাখতে নিরাপত্তা নিশ্চিত করেছে নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তিনি গতকাল বাগেরহাটের মোংলায় বন্দরকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। নৌবাহিনী প্রধান বলেন, পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ কর্মকাণ্ড গতিশীল রাখতে মোংলা বন্দর, এলপিজি প্লান্ট, এক্সপোর্ট প্রসেসিং জোনসহ বন্দরকেন্দ্রিক নিরাপত্তায় নৌবাহিনী আন্তরিক ও সক্রিয় অবস্থানে রয়েছে। তিনি বলেন, ২০ জুলাই সশস্ত্র বাহিনী মোতায়েনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। অফিস-আদালত খুলেছে, জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।

তিনি দেশের উন্নয়ন-অগ্রগতিতে মিডিয়া কর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংবাদ পরিবেশন করে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় খুলনা এরিয়া নৌ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর