রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা
বন্যায় ক্ষতি হ্রাস প্রকল্প

সাইলো ও গবাদি পশুর খাদ্য বিতরণ

সাইলো ও গবাদি পশুর খাদ্য বিতরণ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মৌসুমি বন্যার ক্ষয়ক্ষতি হ্রাসে যমুনা নদীর অববাহিকার পাঁচটি জেলায় বিপদাপন্ন গবাদি পশু পালনকারী পরিবারগুলোতে সাইলো এবং গবাদি পশুর খাদ্য বিতরণ করেছে। জীবিকা-সম্পদরক্ষা প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের (যমুনা) বন্যাপ্রবণ জনগোষ্ঠীতে এই বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উদ্যোগটিতে অর্থায়ন করে জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ)-এর সেন্ট্রাল ইমারজেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করে। প্রকল্প অনুযায়ী, এফএও প্রায় ৬ লাখ মার্কিন ডলার ব্যয়ে পশুপালনের সঙ্গে জড়িত ১৫ হাজার ১১০টি বিপদাপন্ন খামারি পরিবারকে খাদ্যশস্য, বীজ, বিশুদ্ধ পানি এবং অন্যান্য মূল্যবান সম্পদের নিরাপদ সঞ্চয়ের জন্য জলরোধী সাইলো এবং ৫০ কিলোগ্রাম দানাদার গো-খাদ্য বিতরণ করেছে। বিজ্ঞপ্তি।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর