সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থীদের মুক্তি চাইলেন ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহসহ গোয়েন্দা পুলিশের হাতে ‘আটক’ সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষকরা। গতকাল শিক্ষকদের পক্ষে বিভাগের চেয়ারম্যান জেরিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা বৈষম্যমূলক নিয়োগ নীতির বিরুদ্ধে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের ফলে অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেপ্তার, ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ছাত্র মো. আবুল হাসনাত গ্রেপ্তার হওয়ায় আমরা বিচলিত। আটক অন্য ছাত্রদের সঙ্গে অবিলম্বে তার মুক্তির আহ্বান জানাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর