সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিল্পী শাফিন আহমেদের লাশ আসছে আজ কাল বনানীতে দাফন

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’র প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদের লাশ আজ বিকালে ঢাকায় পৌঁছবে। পরদিন মঙ্গলবার জোহরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তার মা সংগীতশিল্পী ফিরোজা বেগমের কবরের পাশে (বাবার কবরে) সমাহিত করা হবে বলে জানিয়েছেন বড় ভাই হামিন আহমেদ।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখে যুক্তরাষ্ট্র সফরে যান শাফিন আহমেদ। ২০ জুলাই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তাঁর আগেই অসুস্থ হয়ে পড়েন এ শিল্পী। ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি গানও গেয়েছেন এ তারকা। মধ্যে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। জাতীয় পার্টির হয়ে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়ায় আর ভোট করা হয়নি। শাফিন আহমেদের কণ্ঠের জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর