সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করতে হবে : রব

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করতে হবে : রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করার দাবি জানিয়েছেন। বলেছেন, নির্বিচারে মানুষ হত্যার চিত্র প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে। এ হত্যাকান্ডের খতিয়ান প্রকাশে আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি বা জাতিসংঘের প্রতিনিধিসহ ‘তদন্ত কমিশন’ গঠন করতে   হবে। সারা দেশে আন্দোলনে জড়িতদের গ্রেপ্তার বন্ধ করতে হবে। গতকাল এক বিবৃতিতে এসব দাবি জানান। রব বিবৃতিতে মন্তব্য করেন, এত লাশ জাতি বহন করতে পারবে না। বলেন, সবার আগে প্রয়োজন কতজন ছাত্র, জনতা, শিশু-কিশোর, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য নিহত হয়েছেন তা নিশ্চিত করা। সারা দেশে কতজন গুলিবিদ্ধ হয়েছে, হাসপাতালগুলোতে কতজনের মৃত্যু হয়েছে, কতজন চিকিৎসাধীন তা প্রকাশ করা। কতজনের লাশ বেওয়ারিশ হিসেবে চিহ্নিত হলো এবং হাসপাতাল মর্গে কত লাশ সংরক্ষিত আছে, তা প্রকাশ করা। তিনি বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে হবে। পরিবারের অনুসন্ধান না করে বেওয়ারিশ লাশ দাফন করা থেকে সরকারকে বিরত থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর