সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ছাত্র নেতাদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে : ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

রিমান্ডের নামে নেতা-কর্মীদের ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ এনে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। গতকাল সংগঠনের পক্ষ থেকে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে শত শত ছাত্রদল নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করানোর বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। মধ্যরাতে বিদ্যুৎ, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেইডের নামে ছাত্রদল নেতা-কর্মী এবং সাধারণ ছাত্রদের গণগ্রেপ্তার করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তার ছাত্রদল নেতা-কর্মীদের রিমান্ডে নিয়ে থানা হেফাজতে নির্মম শারীরিক নির্যাতন করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা এবং উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা প্রতিপালনের কোনো বালাই নেই। সিলিংয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানোর সঙ্গে হাত-পায়ের নখ তুলে ফেলার মতো বীভৎস নির্যাতন চালানো হচ্ছে ছাত্রদল নেতাদের ওপর। প্রতিদিন অসংখ্য ছাত্রদল নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি বা ছাত্রদলের সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতা পেলেই তাদের আটক করে নির্যাতন চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। গণগ্রেপ্তার এবং রিমান্ডে এ ধরনের পাশবিক নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশি-বিদেশি গণমাধ্যম, দেশের সর্বস্তরের জনগণকে গণগ্রেপ্তার ও রিমান্ডে পাশবিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর