মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাব সভাপতিকে জড়িয়ে ধরে নির্যাতিত নারী সাংবাদিক সোনালীর কান্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জাতীয় প্রেস ক্লাব সভাপতিকে জড়িয়ে ধরে নির্যাতিত নারী সাংবাদিক সোনালীর কান্না

দুর্বৃত্তদের হাতে নির্যাতিত সাংবাদিক সেলিনা আক্তার সোনালীকে দেখতে গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠে ‘হেলথ রিসোর্ট’ হাসপাতালে গিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি। তাঁকে দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন সোনালী। এ সময় জাতীয় প্রেস ক্লাব সভাপতিও নিজের অশ্রু সংবরণে ব্যর্থ হন। সোনালী জানান, সেদিন দুর্বৃত্তরা তাঁকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেছিল। সোনালীকে সান্ত্বনা দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, সেই দুর্বৃত্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। এ ব্যাপারে তিনি সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এর আগে দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সৈৗজন্য সাক্ষাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, আজ এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। তিনি বলেন, নারী সংবাদকর্মীকে বর্বর নির্যাতনের শিকার হতে হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক। সাংবাদিক সোনালীর সঙ্গে যা ঘটেছিল সেই বর্বরতা ’৭১-এর দখলদার বাহিনীর বর্বরতাকেও যেন হার মানিয়েছে। স্বাধীন বাংলাদেশে এটা কীভাবে সম্ভব? তিনি বলেন, নারীসমাজের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরামহীন কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নে তিনি বহু কিছু করেছেন। একসময় যেখানে নারীর ঘরের বাইরে যাওয়ায় ছিল এক ধরনের নিষেধাজ্ঞা, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীকে বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীসহ সব জায়গায় কাজ করার সুযোগ এনে দিয়েছেন। সেখানে এ সময়ে রাস্তায় নারীদের বিবস্ত্র করে এমনভাবে নির্যাতন বাংলাদেশের কোনো সভ্য মানুষ করতে পারে না। ফরিদা ইয়াসমিন নারী সাংবাদিকদের নির্যাতনে জড়িতদের প্রতি ধিক্কার, নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাম্প্রতিক সহিংসতায় নিহত চার সাংবাদিক ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় প্রেস ক্লাব সভাপতি বলেন, শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন আহত সাংবাদিকরা সুস্থ হয়ে যেন কাজে ফিরতে পারেন সেজন্য সব রকম চিকিৎসা ও সহায়তা দেওয়া হবে। যেসব সাংবাদিক মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এটা করা হবে দলমতনির্বিশেষে। ফরিদা ইয়াসমিন এমপি বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সব দাবি সরকার মেনে নিয়েছে। এখন তাদের শিক্ষাঙ্গনে ফিরে গিয়ে পাঠে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। এই এমপি আরও বলেন, নারায়ণগঞ্জে দেখলাম এক সাংবাদিকের মাথায় পাঁচটি গুলি লেগেছে। আরেকজনের মাথায় কোপানো হয়েছে। দুর্বৃত্তরা বেছে বেছে সাংবাদিকদের ওপর হামলা করেছে। এ হামলাকারী অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর