মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পুকুর ভরাট বন্ধে সোচ্চার তরুণরা

রাজশাহীতে আশঙ্কাজনক হারে পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে। গত ৫৯ বছরে জলাশয়ের প্রায় ৯৭.১৬% দখল ও ভরাট হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকায় পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তরুণরা। এ দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে আলাদা স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপির সঙ্গে পুকুর ভরাটের স্থিরচিত্র ও স্মারকলিপির স্বপক্ষে সংহতি প্রকাশপত্রও সংযুক্ত করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ সদস্যের প্রতিনিধি দল ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক যৌথ স্বাক্ষরিত এ স্মারকলিপি তাদের কাছে পৌঁছে দেন। প্রতিনিধি দলে ছিলেন, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি উপেন রবিদাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা’র আহ্বায়ক রাকিন আবসার অর্ণব, উন্নয়নকর্মী তহুরা খাতুন লিলি, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। স্মারকলিপির আলাদা কপি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ ও উপপরিচালক মাহমুদা পারভীন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীরকে রেজিস্ট্রি ডাক যোগে পাঠানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহীতে আশঙ্কাজনক হারে পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে। বিপরীতে গড়ে উঠেছে কংক্রিটের ভবন। গত ৫৯ বছরে রাজশাহীর জলাশয়ের প্রায় ৯৭ দশমিক ১৬ শতাংশ দখল ও ভরাট হয়েছে অর্থাৎ ৯৩ বর্গকিলোমিটার আয়তনের রাজশাহী শহরে ২.৮৪ শতাংশ জলাভূমি অবশিষ্ট আছে। রাজশাহী জেলা প্রশাসকের দাখিল করা তালিকা অনুযায়ী ৯৫২টি পুকুর সংরক্ষণ ও পুকুরগুলো যাতে প্রকৃত অবস্থায় (অরিজিনাল) থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে উচ্চ আদালত (হাই কোর্ট)-এর দেওয়া রায়ে। এ রায় ও উচ্চ আদালতের দেওয়া পাঁচ দফা নির্দেশনা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, রাজশাহীর জেলা প্রশাসক, র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরকে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়- গত ২৮ জুলাই বিকালে সংগঠনের প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে দেখেছে যে, বর্তমানে চলমান কারফিউর মধ্যেই রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম প্রফেসর পাড়া এলাকায় ছোটবনগ্রাম বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন স্কুল মোড়ে কেন্দ্রীয় জামে মসজিদের উত্তরে পুকুর জলাশয় ভরাট করা হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে যে, এটি বড় আকারের পুকুর ছিল। গত ১০-১৫ দিনে অল্প অল্প করে ভরাট করা হচ্ছে। পুকুরটির প্রায় ৯০ শতাংশ ভরাট করা হয়েছে। এলাকাবাসী জানান- পুকুরটি ভরাট করে উচ্চ মূল্যে প্লট আকারে বিক্রি করা হবে। তাই অবিলম্বে ছোটবনগ্রাম প্রফেসর পাড়া এলাকায় চলমান এ পুকুর ভরাট বন্ধ ও তা পুনরুদ্ধার করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর