মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যোগাযোগ অবকাঠামো দ্রুত নির্মাণ করতে হবে : নসরুল

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিজস্ব যোগাযোগ অবকাঠামো দ্রুত নির্মাণ করতে হবে। নিজস্ব যোগাযোগ ব্যবস্থা থাকলে আপদকালীন বিল প্রদানসহ অন্যান্য যোগাযোগ দ্রুত করা যাবে। গতকাল বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর জুলাই রিভাইজড বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতির সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তার বাস্তবায়নের ফলোআপ করা প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ গড়ার রোডম্যাপ দ্রুত প্রস্তুত করা আবশ্যক। সাইবার সিকিউরিটি ও ফিজিক্যাল সিকিউরিটির বিষয়টিও গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুততার সঙ্গে নিতে হবে।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের ৬৪টি প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৩০ হাজার ৬৩ কোটি ৬৬ লাখ টাকা। ব্যয় হয়েছে ৩০ হাজার ৬০৯ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ ১০১ দশমিক ৮২ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর