বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা
বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

‘তোমরা খাবার দিয়া মোর ভালো করনেন’

নিজস্ব প্রতিবেদক, রংপুর

‘তোমরা খাবার দিয়া মোর ভালো করনেন’

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চ্যাংমারি গ্রামের বাসিন্দা পত্রিকা বিক্রেতা প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করলেও কারও কাছে হাত পেতে সাহায্য নেননি। তার কথা, ‘কারও কাছে সাহায্য নয়, আমি কাজ করে খেতে চাই।’ কাজ করার দৃঢ়প্রত্যয়ে প্রতিদিন সকালে রংপুর প্রেস ক্লাবের বারান্দা থেকে পত্রিকা হাতে বেরিয়ে পড়েন। পত্রিকা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে জীবন চালান। আর এ কাজ তিনি করছেন ১৫ বছর ধরে। গতকাল সকালে নগরীর কালের কণ্ঠ ব্যুরো অফিসে সেই জাহাঙ্গীরের হাতে বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার পক্ষ থেকে তুলে দেওয়া হলো খাদ্যসহায়তা। বসুন্ধরা শুভসংঘের দেওয়া খাদ্যসামগ্রীতে চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, চিনি, লবণ, সেমাই, চিঁড়া, সাবান ও শুকনো খাবার রয়েছে। খাদ্যসহায়তা পেয়ে হাসিমুখে জাহাঙ্গীর আলম বলেন, ‘তোমরা খাবার দিয়া মোর ভালো করনেন। তোমার গুলার আল্লাহ ভালো করবে। তোমরা যদি মোক একনা দোকান করি দেন তা হইলে মোর ভালো হয়।’  এ সময় দৈনিক কালের কণ্ঠের রংপুর ব্যুরোপ্রধান ও বসুন্ধরা শুভসংঘের জেলা উপদেষ্টা নজরুল ইসলাম রাজু, রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, সহসভাপতি আরমানুল হক আরমান, সাধারণ সম্পাদক তানজিম হাসান, সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাসির হোসেন, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাস, সহসাংগঠনিক রবি দাশ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান আদর প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর