বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

হাই কোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ৯ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে দুই বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১১ বিচারপতির মধ্যে নয়জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে এই নিয়োগ দেন। এ ছাড়া অপর দুজনকে আরও ছয় মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সকালে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। বিকালে স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি হলেন- বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান। অতিরিক্ত বিচারপতি হিসেবে আরও ছয় মাসের জন্য নিয়োগ পাওয়া দুজন হলেন- বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন। এই ১১ বিচারপতিই ২০২২ সালের ৩০ জুলাই অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

সর্বশেষ খবর