বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ঢামেকে অভিভাবকদের মৌন অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ‘অভিভাবকদের মৌন অবস্থান’ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেটের পাশে অভিভাবকদের এ কর্মসূচি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী তারা সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু এর আগেই মেডিকেলের প্রশাসনিক ব্লক ও জরুরি বিভাগের গেটের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। অভিভাবকরা জড়ো হতে থাকলে প্রথমেই বাধার সম্মুখীন হন। পুলিশ তাদের অবস্থান থেকে সরে যেতে বলে। এক পর্যায়ে তাদের জরুরি বিভাগের গেটের ভিতর ঢুকতে দেওয়া হয়।

এ সময় নারী অধিকার আন্দোলনের সভানেত্রী সীমা দত্ত বলেন, আন্দোলনে আহত যে সন্তানরা হাসপাতালে ভর্তি আমরা তাদের দেখতে এসেছি। পুলিশ আমাদের সেখানে যেতে দিচ্ছে না। পুলিশ বলছে, আমরা এখানে দাঁড়াতে পারব না। অভিভাবকরা বলেন, আমরা অভিভাবক, শিক্ষকসহ আরও বৃহত্তর কর্মসূচিতে যাব। আজকে আমাদের ২০ জন মানুষকে ১০ মিনিট দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়নি, এটা আমাদের ওপর জুলুম, পরবর্তীতে এটি আমরা মানব না।

সর্বশেষ খবর