শিরোনাম
শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
শোকাবহ আগস্টের প্রথম দিন

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ

প্রতিদিন ডেস্ক

নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ

সিলেট

শোকাবহ আগস্ট শুরু হয়েছে গতকাল। এদিন সিলেট, খুলনা, বাগেরহাট, রংপুর, দিনাজপুর, ফেনীসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ বের করে শোক মিছিল। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দেশব্যাপী নৈরাজ্য অগ্নিসন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : দেশব্যাপী নৈরাজ্য অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও শোকাবহ আগস্ট উপলক্ষে খুলনায় মিছিল করেছে নগর আওয়ামী লীগ।

সিলেট : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শোক মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চোহাট্টার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

রংপুর

রংপুর : জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিল বের করা হয়।

বাগেরহাট : জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের রেল রোডে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে শোক মিছিলে অংশ নেন।

দিনাজপুর

দিনাজপুর : জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ফেনী

ফেনী : শোক মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা আওয়ামী লীগ।

গতকাল বিকালে শহরের পৌর প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শহরের ট্রাংক রোড, বড় মসজিদ এলাকা ও মডেল থানা পর্যন্ত গিয়ে শহীদ মিনারের সামনে শোকসভায় মিলিত হয়। মিছিলে প্রায় ৩০ হাজার দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। নিজাম উদ্দিন হাজারী বলেন, ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। এ খুনের সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করা হবে।

 

রাজধানীতে নানা কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোর মিছিল, রক্তদান, আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে গতকাল কাটল শোকাবহ আগস্টের প্রথম দিন। আগস্ট মাসের শুরুর প্রথম প্রহরেই বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল বের করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একই কর্মসূচি পালন করে মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগ। শোকাবহ আগস্ট পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মাসব্যাপী কর্মসূচি পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর