রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
শোকাবহ আগস্ট

জাতির পিতার সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত টুঙ্গিপাড়া পৌঁছে প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁরা শৃঙ্খলমুক্তির মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ‘৭৫-এর ১৫ আগস্টে ঘাতকের বুলেটে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম্ন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য কল্যাণ সাহা, শাহানাজ সিদ্দিকী সোমাসহ প্রেস ক্লাবের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। শ্রদ্ধানিবেদন শেষে নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে আগস্টের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সিনিয়র সাংবাদিক ভানু রঞ্জন চক্রবর্ত্তী, সুকুমার সরকার, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, জয় বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবুসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

 

সর্বশেষ খবর