সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

৮১-তে কবি মহাদেব সাহা

নিজস্ব প্রতিবেদক

৮১-তে কবি মহাদেব সাহা

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি মহাদেব সাহার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৪ সালের আজকের দিনে সিরাজগঞ্জ জেলার ধানঘড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গবেষণায় তাঁর কর্মজীবন শুরু। এরপর ১৯৬৯ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় কাজ শুরু করেন। পরবর্তী সময়ে দেশের শীর্ষ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে অবসর নেন। তবে তাঁর লেখালেখির শুরু কৈশোরে। ১৯৭২ সালে প্রকাশ পায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এই গৃহ এই সন্ন্যাস’। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা দেড় শতাধিক। পেয়েছেন বিপুল পাঠকপ্রিয়তা। আধুনিকতা ও রোমান্টিক কবিতার জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয়। সমাজ, প্রেম, প্রকৃতি, মানুষ ও দেশ তাঁর কবিতার মৌল উপাদান। কবিতার জন্য ১৯৮৩ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। ২০০১ সালে লাভ করেন একুশে পদক ও ২০২১ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। এ ছাড়াও পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। তাঁর সংগ্রহে থাকা ১০ হাজারের অধিক বই, আলমারি, ক্রেস্ট, বাংলা একাডেমি, জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দান করে দিয়েছেন। এখন অনেকটা নির্বাসনের জীবন কাটছে তাঁর। কারও সঙ্গে তেমন যোগাযোগ করেন না। নানাবিধ শারীরিক অসুস্থতায় কাবু তিনি। কবির জন্মদিনে শুভেচ্ছা ও সুস্থতা কামনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর