সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সৈয়দপুর বিমানবন্দর থেকে ফেরত তদন্ত কমিশন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করার পর গতকাল বিকাল ৪টায় তদন্ত কমিশন ঢাকা ফেরত গেলেন। দেশে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সংঘটিত হত্যা, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকান্ড  ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গতকাল রংপুরে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে বেলা ১১টায় অবতরণ করে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় ওই তদন্ত দল রংপুরে যেতে পারেনি। দীর্ঘ ৪ ঘণ্টা সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করার পর বেলা ৩টায় তদন্ত কমিটির প্রধান বিচারপতি খোন্দকার দিলারুজ্জামান স্থানীয় সাংবাদিকদের ডেকে নিয়ে বিমানবন্দরে প্রেস ব্রিফিং করে ঘটনার বিষয়ে অবহিত করেন। এ সময় তদন্ত কমিশনের অন্য দুই সদস্য বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি মো. শওকত আলী উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান খোন্দকার দিলারুজ্জামান আরও জানান, রংপুরের পরিস্থিতি আগের তুলনায় আজকে (গতকাল) ভয়াবহ হওয়ায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য-প্রমাণ মেলা সম্ভব হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত কমিশন ফের কাজ শুরু করবে। এ ক্ষেত্রে কমিশন সম্পূর্ণভাবে স্বাধীন ও নিরপেক্ষ থেকে কাজ করবে বলে ঘোষণা দেন। তিনি আরও বলেন, তদন্ত স্বচ্ছ করতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর