সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জনগণের টাকায় কেনা গুলি জনগণের ওপর ছুড়বেন না

-মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের টাকায় কেনা গুলি জনগণের ওপর আর একটিও ছুড়বেন না। জনগণের কাতারে নেমে আসুন। তাহলে আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে ইসলামী আন্দোলনের গণমিছিল সফল করার লক্ষ্যে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজপথে যেহেতু নারী-পুরুষ, ছাত্র, অভিভাবক, ডাক্তার, আইনজীবী, আলেম-ওলামা, ত্বলাবা, নায়ক-গায়কসহ সব স্তরের মানুষ নেমে এসেছে সরকারের পতনই হবে এর একমাত্র সমাধান।

জনতার রুদ্ররোষ শেখ হাসিনা বুঝতে চেষ্টা করুন। মুফতি ফয়জুল করীম আজ সকাল ১০টায় এক দফা দাবিতে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত শেষে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেবেন দলের আমির পীর চরমোনাই। তিনি বলেন, জনতার টর্নেডো রাজপথে দেশবাসী দেখতে পাবে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল মুফতি ফয়জুল করীমের নেতৃত্বে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব কদম ফোয়ারা হয়ে শাহবাগ গিয়ে পৌঁছলে অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র-জনতা ইসলামী আন্দোলনের মিছিলটিকে অভিনন্দন জানান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মুফতি ফয়জুল করীমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর