বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। গতকাল রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে জড়ো হয়ে চাকরিতে পুনর্বহাল ও পদোন্নতি দাবি করেন তারা। জানা গেছে, মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের অনেক কর্মীকে বরখাস্ত করা হয়। এ ছাড়া নিম্নপদের কর্মীদের পদোন্নতি বন্ধ রয়েছে সাত বছর ধরে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দিন গতকাল চাকরিচ্যুত কর্মকর্তারা প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। এতে যোগ দেন ব্যাংকটির নিম্নপদের কর্মচারীরাও। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামালউদ্দিন জসিম বিক্ষুব্ধ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আমার সঙ্গে এমডির কথা হয়েছে। ব্যাংকে অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে, তা বাতিলের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর