শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্যের প্রতিবাদ হিন্দু মহাজোটের

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ধর্মীয় উপাসনালয় হামলা, লুটপাট নিয়ে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি যে মিথ্যাচার করেছেন এজন্য তাকে ক্ষমা চাইতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ঘৃণ্য কার্যকলাপের কারণে ২০২০ সালের ১৬ জানুয়ারি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জনৈক গোবিন্দ চন্দ্র প্রামাণিক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নাম নিয়ে গত ৭ আগস্ট গণমাধ্যমে যে সাক্ষাৎকার ও বিবৃতি দিয়েছেন তা মিথ্যা। যা দেশের হিন্দুদের জন্য চরম অপমানজনক ও লজ্জাকর। তার এহেন জঘন্য মিথ্যা সাক্ষাৎকার ও বিবৃতি দেওয়াতে এদেশের হিন্দু সম্প্রদায় তীব্র ক্ষোভ ও নাখোশ হয়েছেন এবং তা প্রত্যাখ্যান করেছেন। তার এই সাক্ষাৎকার ও বিবৃতিটি গণমাধ্যমের সম্মুখে এসে প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। নয়তো এদেশের হিন্দু সম্প্রদায় তাকে কখনো ক্ষমা করবে না এবং উপযুক্ত দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবে।

সর্বশেষ খবর