শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অন্যায়কারীদের পতন হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে একজন মসজিদের ইমাম গায়েবানা জানাজা পড়ছিলেন, নামাজ শেষ হওয়ার আগেই তাকে টেনেহিঁচড়ে পুলিশ গাড়িতে তুলেছে। এগুলো নিশ্চয়ই এ দেশের বিবেকবান মানুষের হৃদয় ব্যথিত করেছে। মহান আল্লাহতায়ালা কখনো অন্যায় মেনে নেননি, এবারও অন্যায়কারীদের পতন হয়েছে। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।

রিজভী বলেন, সাধারণ ছাত্র সমাজের নেতৃত্বে এ বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা দিয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের এ জাতি চিরদিন স্মরণ রাখবে। এ জাতির সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন- এটি কয়েকটি কথায় বলা সম্ভব নয়। এ জাতি যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব, নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে, তাদের এ আত্মত্যাগ কখনো ভুলবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর