রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে অলিগলিতে শিল্পকর্ম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কেউ রং করছেন। কেউ পানি দিয়ে দেওয়াল ভেজাচ্ছেন। আবার কেউ রং-তুলির আঁচড়ে নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন শেষ স্মৃতিটুকু। এভাবেই পুরান ঢাকার অলিগলিতে কোটা সংস্কার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে রংবেরঙের শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। গতকাল পুরান ঢাকার নাসিরউদ্দিন সর্দার লেনে এ দৃশ্য দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, গত ৪ আগস্ট রাজধানী জিগাতলায় হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আবদুলাহ আল সিদ্দিকীকে গুলি করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই মারা যায় আবদুল্লাহ। সে আমাদের সঙ্গেই আন্দোলনে গেছে আর ফিরে আসেনি।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের গলিতে তাঁকে আর কখনো দেখা যাবে না। এজন্যই আমরা শহীদ আবদুল্লাহ স্মরণে শেষ স্মৃতিটুকু দেওয়ালে শিল্পকর্মের মধ্যে ফুটিয়ে তুলছি।

ঢাকা কলেজের শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, আমরা শহীদ আবদুল্লাহ আল সিদ্দিকীকে উৎসর্গ করে এ গ্রাফিতি চিত্রটি অঙ্কন করছি। জানি সে আর আমাদের মাঝে ফিরে আসবে না। তাঁকে যেন সবাই মনে রাখে এ শিল্পকর্মটি দেখে।

জাহিদ আরও বলেন, আমরা সব সহপাঠীরা একত্রিত হয়ে নিজেদের অর্থায়নে রং, তুলি, দেওয়াল পরিষ্কারসহ সবগুলো কাজ করছি। এখানে ঢাকা মহানগর মহিলা কলেজ, সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, বাংলা বাজার বালিকা উচ্চবিদ্যালয়, সেন্ট্রাল গালর্স কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছে।

এ সময় একটি দেওয়ালে শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকার অঙ্কন করে মানচিত্রের মধ্যে ‘আবদুল্লাহ সিদ্দিকী ৩৫ জুলাই’ লিখে রেখেছেন। অপর একটি দেওয়ালে লাল রঙের ওপরে দুটি হাতে শিকল বাঁধা অবস্থায় ‘সত্যের জয় হবে চিরকাল’ চিত্রটি এঁকেছেন। এ ছাড়া একই দেওয়ালের অন্য পাশে হলুদ রঙের ওপরে এঊঘ-ত লেখে মুগ্ধকে স্মরণ করে এর ওপরে ‘পানি লাগবে পানি’ লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। পাশাপাশি দেওয়ালে রক্তের দাগের চিত্রের ওপরে ‘দেশ স্বাধীন করতে হইলে বহ’ এ শিল্পকর্মটি অঙ্কন করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর