রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পরিবহন মালিক সমিতি দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পরিবহন মালিক সমিতির নেতৃত্ব দখল নিয়ে গতকাল বিএনপি সমর্থিত মালিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল হুদা ও সদস্যসচিব মামুনুর রশীদ মামুনের সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ যুবদল নেতা রাকেশ চৌধুরী গৌতমের। রাকেশ চৌধুরী গৌতম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ ঘটনায় অন্তত সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ সমর্থকদের নিয়ন্ত্রণে থাকা বাস মালিক সমিতির কার্যালয় দখলে নিয়ে নতুন কমিটি গঠন করে নেতৃত্ব নেন মিজানুর রহমান মিনুপন্থি যুবনেতা রাকেশ চৌধুরী গৌতম। এ নিয়ে বিএনপির নগর কমিটির একাংশ ক্ষুব্ধ হয়। তারাও সংগঠনটির নেতৃত্ব পেতে আগ্রহী ছিলেন। রাকেশ চৌধুরী গৌতম জানান, মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরিফের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী হামলা চালায় বাস মালিক সমিতির কার্যালয়ে। তারা বাস মালিক ও শ্রমিকদের ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়। এতে বাস মালিক সমিতির আহ্বায়ক রাকেশ চৌধুরী গৌতমসহ ১৫ জন আহত হয়েছেন। রাকেশসহ বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক জসিম উদ্দিনকে লাঞ্ছিত করা হয়। রাজশাহীতে থানা পুলিশ এখনো কাজে না ফেরায় বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর