রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

চলতি সপ্তাহে ব্যাংক থেকে দিনে সর্বোচ্চ ২ লাখ টাকা তোলা যাবে

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহে ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে ২ লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় চেক লেনদেন নজরদারি এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করার নির্দেশও দেওয়া হয়। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সব ব্যাংকের এমডিকে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার একজনের সর্বোচ্চ ১ লাখ টাকা তোলার সুযোগ ছিল। অবশ্য কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অংকের টাকা এলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর