সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সরকারকে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

- কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, পুলিশ বিভাগসহ রাষ্ট্রের সব বিভাগ সংস্কার করে ঢেলে সাজাতে হবে। কাজগুলো অনেক কঠিন এবং সময়সাপেক্ষ। গতকাল রাজধানীর কলাবাগানে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী ফিরোজ রশীদ আরও বলেন, শাসনের আইনের পরিবর্তে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচারব্যবস্থা ঢেলে সাজাতে হবে। দেশের বর্তমান অর্থনীতি ভঙ্গুরদশা- এসব কাজ যত দ্রুত সম্ভব সম্পন্ন করে অন্তর্বর্তী সরকারকে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। জানমালের নিরাপত্তা বিধান করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর