মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান

জাসদ

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। গতকাল জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর শারীরিক আক্রমণ, ধর্মস্থান-ঘরবাড়ি-ব্যবসাস্থানে হামলা ও দখল হচ্ছে। প্রকাশ্য-গোপন অব্যাহত চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন তারা। পাশাপাশি এসব ঘটনায় যুক্ত দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। বিবৃতিতে জাসদ নেতারা বলেন, যে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটপাটকারী-দখলদার-চাঁদাবাজরা সর্বপ্রথম সংখ্যালঘুদের ওপর নিজেদের হীন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে।

সর্বশেষ খবর