মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

টিআইবির ১১ দফা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের আশা-আকাক্সক্ষার কার্যকর প্রতিফলনের দাবি জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। গতকাল দুপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। জেলা সনাক সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সনাক সদস্য ফারহান নূর, এসিজি সদস্য শামীম আহমেদ। বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর একটি ধারণাপত্র বিলি করা হয়। এতে উল্লেখ আছে, চলমান আন্দোলন প্রমাণ করেছে তারুণ্য অদম্য, অপ্রতিরোধ্য। তারুণ্যকে উপেক্ষা বা নিপীড়নের মাধ্যমে টিকে থাকা যায় না। তরুণ শিক্ষার্থীদের এ আন্দোলন হলো - দায়বদ্ধতা, জবাবদিহি, স্বচ্ছতা ও সর্বোপরি সুশাসনের প্রকট ঘাটতিতে সৃষ্ট স্বৈরাচারকে চরম মূল্য দিতে হয়। যুব দিবসকে সামনে রেখে টিআইবির পক্ষ থেকে ১১ দফা দাবি পেশ করা হয়। এসব দাবির মধ্যে আছে, তারুণ্যের আশা-আকাক্সক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত, বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে অঙ্গীকারবদ্ধ উদ্যোগী হতে হবে। প্রতিবাদের ও অধিকার, সমাবেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো নিশ্চিত করতে হবে। সরকারি পদ-পদবি ও জনপ্রতিনিধিত্বকে দুর্নীতির লাইসেন্স হিসেবে ব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থসম্পদ অর্জন ও বিস্তারের পথ চিরতরে রুদ্ধ করতে হবে। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জনবল-কাঠামোতে দক্ষতার আলোকে প্রযোজ্য পরিবর্তন আনতে হবে এবং সব চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাম্যমূলক প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর