বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দোকান দখল না করতে পেরে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মুদি দোকান দখল না করতে পেরে বগুড়ায় যুবলীগ কর্মী বাবর আলীকে গলা কেটে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী ও আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। গতকাল সকালে ফুলবাড়ী এলাকার বারুনীমেলার ব্রিজের ওপর থেকে নারুলি পুলিশ ফাঁড়ির সদস্যরা তার গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ে মোছা. বিনা বলেন, আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। সোমবার দিবাগত রাতে দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে এসে পৌঁছলে তাকে ১০-১৫ জন তুলে নিয়ে যায়। পরে বাবাকে গলা কেটে হত্যা শেষে লাশ বারুনীমেলার ব্রিজের ওপর ফেলে রেখে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, স্থানীয় কয়েকজন যুবক বাবার দোকানটি দখলের চেষ্টা করছিল। সেটি করতে না পেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে। এটি কোনো রাজনৈতিক হত্যাকান্ড না। তার বাবার সঙ্গে এক যুবলীগ নেতার পরিচয় ছিল। সে সূত্রে ওই যুবলীগ নেতা কয়েকবার দোকানে এসেছিলেন। এই বিষয়টিকে রং মাখিয়ে এই হত্যা করা হয়েছে। মূলত দোকান নিতে না পেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে। নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা দায়ের হবে।

সর্বশেষ খবর