শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের (বিপিসি) যৌথসভায় বক্তারা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। বিশেষ করে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করা, ভেঙেপড়া আইনশৃঙ্খলার উন্নয়ন, বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে এনে দেশকে গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে। রাজধানীর মিরপুরে অস্থায়ী কার্যালয়ে বাকশিস সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।

এ সময় অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ সুমন, অধ্যাপক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন মণ্ডল, অধ্যাপক হোসেন জাহান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার সফল বিপ্লবের মাধ্যমে স্বৈরশাসনের পতনের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হয়েছে। সুশাসনের লক্ষ্যে গঠিত এই সরকারকে শিক্ষকরা সর্বপ্রকার সহযোগিতা প্রদান করবেন বলেও জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর