শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মেট্রোরেল কাল চালু হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুরের পরে বন্ধ হয়ে যাওয়া মেট্রোরেল কাল থেকে চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর জন্য আরও সময়ের প্রয়োজন। এ জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা এখনো শেষ হয়নি। গতকাল রাতে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১১ আগস্ট জানানো হয়েছিল যে, ১৭ আগস্ট শনিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলে যাত্রী নিয়ে চলাচল শুরু করতে আরও কিছুটা সময়ে চেয়েছে ডিটিএমসিএল। একই সঙ্গে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন চালু করতে আরও সময়ের প্রয়োজন। আন্দোলনের সময় এই দুটি স্টেশন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 পুনরায় চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রী ওঠা-নামা করতে পারবেন বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর