শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আহতদের তালিকা করতে না পারা সরকারের প্রথম ব্যর্থতা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যথাযথ চিকিৎসা প্রদানের ব্যর্থতা এবং আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ব্যর্থতা। গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের চলমান কর্মসূচি ‘স্ট্যান্ড উইথ দ্য ইঞ্জুরড’ এর আওতায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ, জাতীয় চক্ষু হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজসহ ধানমন্ডি ও উত্তরার মেডিকেল হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আন্দোলনে আহত ও নিহতদের তালিকা করে সমাধান নিশ্চিত করা। যদিও আমরা সরকারের কাছ থেকে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পাইনি।  আমরা ব্যর্থতার জন্য অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগের নিন্দা জানাই। যারা অন্তর্বর্তী সরকারের পদে আছেন তাদের উচিত আহত ও নিহতদের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া। তিনি আরও বলেন, আমরা চাই আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। না হলে তাদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা আমরা নেব। আর এই জায়গায় আমরা গণমাধ্যমের সহায়তা চাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের আপনারা জবাবদিহির আওতায় আনুন। পুলিশ গণহত্যার উদ্দেশে গুলি চালিয়েছে উল্লেখ করে এই সমন্বয়ক বলেন, যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য অ-মারাত্মক বুলেট ব্যবহার করেছে। আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করেছে দাবি করে তদন্ত দাবি করেন এ সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল গঠন করছে কি না এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, এখন যেসব কাজকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হলো, আহতদের পাশে দাঁড়ানো, শহীদদের যথাযথ  মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা, আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে এনে জননিরাপত্তা প্রদান করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর