শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দায়িত্ব ছাড়লেন এক সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমন্বয়কদের সঙ্গে অন্যান্য সমন্বয়কদের সমন্বয়হীনতা দেখা দেওয়ায় পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক। গতকাল বিকালে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগ করা সমন্বয়করা হলেন- সমন্বয়ক সুমাইয়া সিকদার, সহ-সমন্বয়ক আল মাসনুন, ধ্রুব বড়ুয়া, সাইদুজ্জামান রেদুয়ান এবং ইশা দে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি সফল গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও পরবর্তীতে তাদের মধ্যে নানা ধরনের সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছেন না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন। যা অনেকাংশেই একপাক্ষিক। প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি, আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর