সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনকে মাস্তুল ফাউন্ডেশনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিনকে মাস্তুল ফাউন্ডেশনের শুভেচ্ছা

মাস্তুল ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এসে উপস্থিত সংবাদকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান - বাংলাদেশ প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধসহ শত বাধাবিপত্তির মধ্যেও সঠিক খবর প্রকাশ করায় বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল গতকাল বিকালে বাংলাদেশ  প্রতিদিন  কার্যালয়ে এসে উপস্থিত সংবাদকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডেপুটি এডিটর মাহমুদ হাসান, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল ও চিফ রিপোর্টার জুলকার নাইন। মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মাফিয়া সুলতানা লিমা, মুশফিকুর রহমান আলিফ, সৈয়দা প্রিয়াঙ্কা ও মেরিনা জাহান। এ সময় বাংলাদেশ প্রতিদিনের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের ভূমিকা আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায়ও আপনাদের মাধ্যমেই আমরা পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাতে আমরা মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এখানে এসেছি। তারা আরও বলেন, আপনাদের মতো সাহসী ও নিঃস্বার্থ মানুষদের জন্যই আমাদের সমাজ এগিয়ে যায়। আপনাদের লেখনির শক্তি, মেধা ও পরিশ্রমের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সত্য, সংগ্রাম ও সফলতা তুলে ধরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই অবদান আন্দোলনের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আশা করি আপনাদের মহৎ কাজ অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর