সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

খোলা বাজারে চাল-আটা বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে খোলা বাজারে চাল-আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল থেকে এ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি শুরু হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, খোলা বাজার খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা ২০১৫ অনুযায়ী এ কর্মসূচিতে চাল ও আটা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিক্রয় করা হয়। ওএমএস কর্মসূচিতে বর্তমানে প্রতি কেজি চালের ভোক্তাপর্যায়ে বিক্রয় মূল্য ৩০ টাকা। প্রতি কেজি খোলা আটার মূল্য ২৪ টাকা এবং প্যাকেট আটার ক্ষেত্রে দুই কেজির প্রতি প্যাকেটের মূল্য ৫৫ টাকা।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে ঢাকা মহানগর, শ্রমঘন চারটি জেলা (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী), অন্যান্য ১০টি সিটি করপোরেশন (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা) এবং সব জেলা সদর পৌরসভার ৯৮৬টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর