বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির ১১ দফা

আইন বিভাগকে রাজনৈতিক ও দলীয় শৃঙ্খল থেকে মুক্ত করা। দ্রুত একটি ব্যাংকিং কমিশন গঠন করে ব্যাংকিং সেক্টরের সংস্কার।

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি। গত রবিবার রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এক দুর্নীতিবিরোধী মিছিলপরবর্তী সমাবেশে এ ১১ দফা তুলে ধরেন কমিটির আহ্বায়ক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। ১১ দফার মধ্যে রয়েছে, শক্তিশালী ও নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে আইন অমান্যকারীদের বিচারের ব্যবস্থা। আইন বিভাগকে রাজনৈতিক ও দলীয় শৃঙ্খল থেকে মুক্ত করা। দ্রুত একটি ব্যাংকিং কমিশন গঠন করে ব্যাংকিং সেক্টরের সংস্কার। নতুন, সৎ ও যোগ্য নিষ্ঠাবান ব্যক্তিদের নিয়ে দুর্নীতি দমন কমিশনকে নতুন করে গঠন। নির্বাচন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালীকরণ। সৎ, যোগ্য, নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে শিক্ষা কমিশন গঠন। পাবলিক সার্ভিস কমিশন নতুন করে পুনর্গঠন। তৈরি পোশাক শিল্প খাতের উন্নয়নে নতুন নীতি প্রণয়ন। সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ও সংস্কার। স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সৎ, যোগ্য ও নিবেদিত দেশপ্রেমিক জনপ্রতিনিধিদের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়া এবং ছাত্র জনতার গণআন্দোলনের প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় ব্যক্তিত্ব কাইয়ুম রাজা চৌধুরী, রফিকুল ইসলাম, আ.ব. ম. মোস্তাফা আমীন, আবুল কালাম আজাদ, সেতারা রেজভী লাকী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর