বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এসপি পদে পদোন্নতি পেলেন ৩০ কর্মকর্তা

ডিএমপির সাত যুগ্ম কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদ মর্যাদার ৩০ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়। এর আগে রবিবার পুলিশের ৭৩ কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। এই কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত এসপিরা হলেন- মীর আশরাফ আলী, কাজী মুহাম্মাদ শফি ইকবাল, মো. নজমুল হোসেন, ড. মো. আল-মামুনুল আনছারী, মোহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ জাহিদুল হাসান, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ তাহেরুল হক চৌহান, মো. আবুল কালাম আযাদ, মোহাম্মদ শরীফ উদ্দিন, খন্দকার মো. শামীম হোসেন, মো. আসফিকুজ্জামান আকতার, রায়হান উদ্দিন খান, মো. রেজাউল হক খান, আহম্মদ মুঈদ, মো. সারোয়ার জাহান, শাহ মমতাজুল ইসলাম, শেখ জয়নুদ্দীন, আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, মুহম্মদ শামসুল আলম সরকার, মো. মাহফুজুর রহমান, প্রত্যুষ কুমার মজুমদার, শামীমা পারভীন, মো. মারুফাত হুসাইন, মো. মোরতোজা আলী খান, মো. তৌহিদুল আরিফ, মো. আবু তারেক, শাহরিয়ার আল মামুন, মো. জিয়াউদ্দিন আহম্মেদ এবং মো. রেজাউল করিম। প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের উচ্চপর্যায়ে রদবদল হচ্ছে। সেই সঙ্গে দুই দফায় কর্মকর্তাদের বড় সংখ্যায় পদোন্নতি দেওয়া হলো।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন- হাসান মো. শওকত আলীকে যুগ্ম কমিশনার লজিস্টিক, খন্দকার ফরিদুল ইসলামকে যুগ্ম কমিশনার ট্রাফিক দক্ষিণ, সৈয়দ হারুন অর রশীদকে যুগ্ম কমিশনার সাইবার সিকিউরিটি ও সাপোর্ট সেন্টার-দক্ষিণ এবং সুফিয়ান আহমেদকে যুগ্ম কমিশনার ট্রাফিক-উত্তর করা হয়েছে। এ ছাড়া জায়েদুল আলম, এসএম মেহেদী হাসান এবং সুদীপ কুমার চক্রবর্তীকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর