বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখতে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনকে (বিটিএমসি) আরও অভিনব ও উদ্যোগী হয়ে কাজ করতে হবে। এর প্রক্রিয়াধীন কাজে আরও দ্রুততা আনতে হবে। এ করপোরেশনের সার্বিক কার্যক্রম অবহিত হয়েছি, আমি এর সমস্যা দূর করতে কাজ করব।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ বিটিএমসি পরিদর্শনের পর মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ বিটিএমসির সার্বিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক বর্ণনা করেন। এ সময় বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, পরিচালক রকিবুল বারী, মুখ্য পরিচালন কর্মকর্তা আলমগীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।