বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইসির সামনে অবস্থান, এনআইডি প্রকল্পের চাকরি স্থায়ী করার দাবি

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের এনআইডি উইং অধীনে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ-২) প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় প্রকল্পের নবম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত আউটসোর্সিংয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়। গতকাল সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা এসেছিল; প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের পক্ষে নিয়মকানুনের ভিতরে যতটুকু করা সম্ভব আমরা করব বলেছি। তাদের স্মারকলিপি সরকারের যেখানে যেখানে পাঠানো দরকার, সেখানে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। ধাপে ধাপে তাদের দাবিগুলো যৌক্তিকভাবে পূরণ করা হবে। দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং আঞ্চলিক নির্বাচন অফিসে কর্মরত লোকজন ঢাকায় এসে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। তাদের আন্দোলনের কারণে এনআইডি সেবাও বিঘ্নিত হচ্ছে। তবে আজ থেকে এনআইডি সেবা চালু হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

 তারাও অফিসে বসবেন।

 সাধারণের সেবায় কারও কোনো অসুবিধা হবে না। প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে ‘বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব বাজেটের আওতায় স্থানান্তরের’ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। আইডিইএ-২ প্রকল্পে বর্তমানে ২ হাজার ২৩১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

সর্বশেষ খবর