শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আজাদ মজুমদার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন তিনি। এ জন্য মাসে সর্বোচ্চ ৭১ হাজার ২০০ টাকা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তিনি। আবুল কালাম আজাদ সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিবের দায়িত্ব পান বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর