শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান : কাদের

নিজস্ব প্রতিবেদক

বন্যাদুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, যে যেভাবে পারেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠনবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জি এম কাদের আরও বলেন, বন্যাদুর্গতরা আমাদের ভাই। আমরা তাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে আমরা তাদেরকেও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি। তিনি মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, যারা বন্যায় নিহত হয়েছেন তাদের যেন মহান আল্লাহ শহীদি মর্যাদা দান করেন। এ সময় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, কোনো সতর্কীকরণ ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই ভয়াবহ বন্যা। আন্তর্জাতিক আইনে উজানের কোনো রাষ্ট্র যদি নদীর গেট খুলে দেয় তাহলে অবশ্যই ভাটির দেশগুলোকে আগাম জানিয়ে দেওয়ার বিধান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর