শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
উপদেষ্টা আসিফ মাহমুদ

অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে হবে

নোয়াখালী প্রতিনিধি

অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে হবে

যুব-ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য সব জায়গায়। ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও সরকারের সমন্বয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে হবে। এ দুর্যোগকালীন মুহূর্তে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল রাতে অনুষ্ঠিত বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, খুব অল্প সময়ে ১৮ লাখ কোটি টাকা ঋণ ও কয়েক হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। ব্যাংকগুলোর অবস্থা আপনারা জানেন, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেছেন সরকারের দোসররা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিট্যান্স বেড়ে গেছে।

প্রবাসীদের প্রতি আহ্বান ব্যাংকিংয়ের মাধ্যমে বৈধভাবে রেমিট্যান্স দেন।

বিগত ফেসিস্ট সরকার দেশকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। সেখান থেকে দেশকে উদ্ধার করতে হবে। এর আগে বিকালে বেগমগঞ্জে দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এ উপদেষ্টা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর