রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
তারেক রহমানের নির্দেশনা

বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব

নিজস্ব প্রতিবেদক

সামগ্রিক বন্যা পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত নোয়াখালীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি এলাকায় ত্রাণসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে নোয়াখালীর রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ (পুরাতন ভবন), নোয়াখালী সরকারি মহিলা কলেজ, নোয়াখালী সরকারি কলেজ (নতুন ভবন) এবং বেগমগঞ্জের দুর্গাপুরে ত্রাণ এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে আসা পানিতে নোয়াখালী, ফেনীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। ভয়াবহ বন্যায় মহাদুর্যোগে পড়েছেন ওইসব এলাকার মানুষ। ভারতীয় আগ্রাসনের সৃষ্টি এই বন্যা পরিস্থিতি। যার ফলে প্লাবিত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ আরও অনেক জেলা। আজকের এই কৃত্রিম যে পরিস্থিতি ভারত সৃষ্টি করেছে- তাতে লাখ লাখ মানুষ বন্যার কবলে পতিত হয়েছেন এবং মানুষ গৃহবন্দিসহ পর্যাপ্ত খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন অসহায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর। তারই প্রেক্ষিতে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি এবং আগামীতেও আপনাদের যে কোনো সংকটে বিএনপি পাশে থাকবে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর