রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইসলামী ব্যাংকের লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট করে নেওয়া অর্থ ফেরত আনা এবং দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর একটি হোটেলে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর গ্রাহক সমাবেশে এ দাবি তোলা হয়। শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক অটোমোবাইল ব্যবসায়ী আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক আবু আহমেদ, সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

অধ্যাপক আবু আহমেদ বলেন, ইসলামী ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গ্রাহকদের সোচ্চার হতে হবে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা এবং কার্যক্রমে ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদের যুক্ত করতে হবে।

ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ইসলামী ব্যাংকে জবরদস্তিমূলক দখল এবং বিপুল পরিমাণ অর্থ লোপাটের মাধ্যমে দেশের এসএমই খাত তথা অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমিট্যান্সপ্রাপ্তির হারও কমে গেছে। তিনি বলেন, গ্রাহকরাই ব্যাংকের বড় শক্তি; তাদের দাবি অনুযায়ী এ ব্যাংকের অর্থ লোপাটকারী এস আলম গ্রুপকে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া এস আলমের নেতৃত্বে ব্যাংকের দক্ষ ও যোগ্য যেসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত প্রায় ১০-১৫ হাজার জনবলের নিয়োগ বাতিল করার দাবি জানান। ইসলামী ব্যাংকের হারানো গৌরব এবং জবাবদিহি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রস্তাবিত গ্রাহক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অবিলম্বে গঠনের বিষয়ে মত দেন। এই ফোরাম ইসলামী ব্যাংক গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে এবং ইসলামী ব্যাংক গ্রাহকদের কল্যাণে সঠিক পথে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে প্রহরীর ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর