সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের কারাদন্ড

আদালত প্রতিবেদক

সোনালী ব্যাংকের ৪ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা মামলায় ব্যাংকটির সাবেক এমডি হুমায়ুন কবিরসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদন্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- এজিএম সাইফুল হাসান, ব্যাংক কর্মকর্তা জিএম ননী গোপাল নাথ, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা, পরিচালক আবদুুল্লাহ আল মামুন ও মন্ডল ট্রেডার্সের মালিক মুকুল হোসেন, ডিএমডি মাইনুল হক, জিএম মীর মহিদুর রহমান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ ও এজিএম কামরুল হোসেন খান। তাদের মধ্যে প্রথম ছয়জনকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর করে ১৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। শেষ চারজনকে অসুস্থ বিবেচনায় দুটি ধারায় সাত বছর ও তিন বছর করে মোট ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর