সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের অপসারণ

রংপুরে শিক্ষক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ছাত্র-শিক্ষক সম্পর্ক ধ্বংসের চক্রান্ত বন্ধ করা, দেশব্যাপী শিক্ষক নির্যাতন, আইন বহির্ভূতভাবে শিক্ষককে পদত্যাগে বাধ্য করা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রংপুরে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুরের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।  রংপুর মহানগর বাকবিশিস সভাপতি অধ্যাপক নবীব হোসেন লাভলু এতে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, বিগত সরকার পতনের পর থেকে একটি  স্বার্থান্বেষী মহল অন্যায়ভাবে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ পদত্যাগে বাধ্য করছে। যা দেশের প্রচলিত আইন পরিপন্থি এবং সমগ্র শিক্ষক সমাজের জন্য অপমানজনক।

এহেন নৈরাজ্যকর পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা আজ ধ্বংসের সম্মুখীন। শুধু তাই নয়, এ রকম একটি পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যেমন সম্পর্কের অবনতি হচ্ছে, তেমনি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হচ্ছে বিস্তর ব্যবধান। এ নৈরাজ্যকর পরিস্থিতি চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। মানববন্ধন থেকে অতিদ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর