সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

যারা হাসিনার সরকারকে শক্তিশালী করেছে তাদের সরিয়ে দিন : হাফিজ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছেন, উপদেষ্টা পরিষদ বা প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দিন। তিনি শুধু বুদ্ধিজীবী আর এনজিওকর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনার আহ্বান জানান। তিনি সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয়েছে অবিলম্বে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। গতকাল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বিপ্লব এখনো থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা বহাল তবিয়তে আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন। তিনি বলেন, যারা আয়নাঘর তৈরি করেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিকদের নিয়ে ওই ঘৃণ্য স্থান দেখানোর, কীভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে। আয়নাঘরের স্রষ্টাদের কিছু হচ্ছে না, শুধু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ দিন অতিবাহিত হয়েছে। এখনো মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধু আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকে অংশ নিতে দেখিনি। দ্রুত আয়নাঘরের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

 

সর্বশেষ খবর