সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

শরীয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। আগের পর্ষদ বাতিলের পাশাপাশি একজন উদ্যোক্তা পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ বিষয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপের মাধ্যমে আরেকটি ব্যাংক এস আলমমুক্ত করা হলো। এর আগে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক আদেশে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করা হয়েছে। উদ্যোক্তা পরিচালক নিয়োগ করা হয়েছে শেয়ার হোল্ডার অবসরপ্রাপ্ত মেজর মো. রেজাউল হককে। এ ছাড়া নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আনোয়ার হোসেন, এফসিএ।

নতুন পরিচালকদের মধ্য থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। এতদিন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বেলাল আহমেদ, যিনি এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের মেয়ের জামাই। চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ২০১৭ সালে এসআইবিএলের মালিকানায় আসে।

 

 

সর্বশেষ খবর