সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সোনার দাম ভরিতে বাড়ল ১৯৩৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার ভরিপ্রতি দাম বেড়েছে ১৩০৬ টাকা থেকে ১৯৩৬ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। দাম বেড়েছে ১৯৩৬ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ২২ হাজার ১২২ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ১৮৪৩ টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের ভরিতে ১৫৮৬ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিতে ১৩০৬ টাকা বেড়ে দাম হয়েছে ৮৬ হাজার ৫৪৭ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।

 

 

সর্বশেষ খবর